ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দ উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৩-১২-২৪ ১৪:২৯:০২

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৪শে ডিসেম্বর বিকালে গোয়ালন্দ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া এলাকার বালক সমিতির মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সুশীল কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী। 

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী জেলার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন। এ সময় প্রধান বক্তা হিসেবে সংগঠেনের জেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার দাস বক্তব্য রাখেন।

 এ সময় বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, জেলা শাখার সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস, জেলার সাবেক সহ-সভাপতি গোবিন্দ মন্ডল, গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, রাজবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক তন্ময় দাস ও পূজা উদযাপন পরিষদের গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

 সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অপূর্ব সাহা দ্বিজেন।

 সম্মেলন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৭১ সদস্য বিশিষ্ট গোয়ালন্দ উপজেলার সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, সহ-সভাপতি সুকুমার মন্ডল ও পৌর শাখার সভাপতি রমেশ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুজিত কুমার দাসের নাম ঘোষণা করা হয়।

 
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ