ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৭ ঘন্টা ফেরী চলাচল বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৫ ১৪:০৫:১৪

 ঘন কুয়াশায় কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

 দূর্ঘটনা এড়াতে গতকাল ২৪শে ডিসেম্বর দিনগত রাত দেড়টার দিকে নৌরুটে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে নৌরুটের দুটি ঘাট প্রান্তে কয়েকশত যানবাহনের যাত্রী ও চালকরা আটকা পড়ে দুর্ভোগের শিকার হয়।

 জানা গেছে, এ নৌরুটে ছোট-বড় ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দীর্ঘ ৭ঘণ্টা ফেরী বন্ধ থাকায় ঘাট প্রান্তে কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরী চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে যায়।

 বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ম্যানেজার নূর আহম্মেদ ভূইয়া জানান, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরী চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় গতকাল সোমবার সকালে সাড়ে ৮টার দিকে দীর্ঘ ৭ঘন্টা পর ফেরী চলাচল স্বাভাবিক হয়।

 

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ