ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে বড়দিন উদযাপন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-২৫ ১৪:১০:৩০

 রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে গতকাল ২৫শে ডিসেম্বর সকালে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন(ক্রিসমাস ডে) উদযাপিত হয়েছে।

 এ উপলক্ষে সকালে চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যীশু খ্রিস্টের শুভ জন্মদিন উদযাপন করে ভক্তবৃন্দরা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান উপস্থিত ছিলেন। ব্যাপ্টিস্ট চার্চের পালক জেমস হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা উপস্থিত ছিলেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, চার্চের সম্পাদক রবীন দে, উইলিয়াম কর্মকার, মনোজ বিশ্বাস, ঈশান, স্তব, শিউলী কর্মকার, বুলবুলি দে ও বেবী বিশ্বাসসহ অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 জেলা প্রশাসক আবু কায়সার খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। আমরা সবাই বাঙালী, বাংলাদেশী। আমরা দেশের উন্নয়নের জন্য সবাই একসাথে কাজ করছি। আমাদের এখানে জাতপাতের কোন ভেদাভেদ নেই। আমরা এখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

 জেলা প্রশাসক আরো বলেন, আজ যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন আমাদেরকে শান্তির কথা শেখায়-ভ্রাতৃত্বের কথা শেখায়। আমরা বাঙালিরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে নিজের মনে করে থাকি। আজকের এই দিনে যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন করে। সেই উপলক্ষ্যে আমরা আজ রাজবাড়ীতে আমরা তার জন্মদিন পালন করছি, যেটা সারাবিশ্বে ছড়িয়ে যাক। আমরা একসাথে আনন্দ উপভোগ করে থাকি। আমরা যদি পূজার আনন্দ, ঈদের আনন্দ, বড়দিনের আনন্দ, পূর্নিমার আনন্দ সব একসাথে পালন করি থাকে তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

 পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করেই আমরা চলি। রাজবাড়ী জেলা পুলিশ সবসময় চেষ্টা করে ধর্মীয় ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষের পাশে থাকতে, তাদের উৎসবের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করতে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ যে কোন পার্বনকে আলাদা গুরুত্ব দিয়ে দেখে। ঠিক তেমনি যীশু খ্রীস্টের জন্মদিনকেও বাংলাদেশ পুলিশ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে। ধর্ম যার যার উৎসব সবার। এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও ধারণ করি।

 পুলিশ সুপার আরো বলেন, যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিনে সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী দিনটি সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসুক-এই প্রত্যাশা রইলো।

 শুভ বড়দিন উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে কেক উপহার দেয়া হয়। এছাড়াও জেলা প্রশাসক আবু কায়সার খান খ্রিস্টান ধর্মাবলম্বীদের চকলেট উপহার দেন।

 উল্লেখ্য, দুই হাজার বছর আগে এই শুভ দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বেথেলহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যীশুর। খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করে, যীশু ঈশ্বরের পুত্র। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খ্রিস্টান সম্প্রদায়।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ