রাজবাড়ী জেলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকাবাজি ও আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট।
গতকাল ২০শে ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর রাতে থার্টি ফাস্ট নাইট(ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৫ই ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ও রাজবাড়ী জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে আমি আবু কায়সার খান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী, এ জেলায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ৬ ঘটিকা হতে ১ জানুয়ারী ২০২৪ দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করছি। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।