ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১২-২৬ ১৩:৫৯:০১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার পাট্টা ইউনিয়নের ১৫০ জন কৃষক কৃষাণীর মাঝে ৫ রকমের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

 জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন বিভিন্ন জাতের সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

 তিনি যথাযথভাবে কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।

 অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ