আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৮শে ডিসেম্বর বিকেলে রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
এ সময় নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, এদেশের উন্নয়নের মার্কা নৌকা। কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাট, স্কুল-কলেজে উন্নয়নের ছোয়ায় বদলে গেছে। যে উন্নয়নের চিত্র চোখে পড়ে তা সম্ভব হয়েছে আওয়ামী লীগের সরকারের আমলে। এদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী ৭ই জানুয়ারী সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানাই।
রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের বক্তব্য রাখেন।
রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, মাহমুদ হাসান সুমন, হাফিজুর রহমান তছির, রজব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল ও রাজিব মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।