ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে শিক্ষা ক্ষেত্রে আমেরিকা প্রবাসী আব্দুস সালামের অবদান
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১২-২৯ ১৫:০৪:৫০

 শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম।

 প্রবাসে থেকেও নিজ দেশের প্রতি ভালোবাসার কমতি নেই তার। তাই তিনি তাঁর নিজ জেলা রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ গড়ে তুলেছেন ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

 কালুখালী উপজেলার কাটাবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুল গফুর মোল্লা ছেলে ও নূর নেছার ছেলে আমেরিকা প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম।

 জানা গেছে, আমেরিকা প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম কালুখালী উপজেলার কাটাবাড়ীয়া এলাকায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যার মাধ্যমে কালুখালী উপজেলায় শত শত শিক্ষার্থী পাচ্ছেন শিক্ষার আলো। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- কাটাবাড়ীয়া এলাকার নূর নেছা স্কুল এন্ড কলেজ, গফুরীয়া নূরানী হাফেজিয়া ও কওমী মাদ্রাসা, মবেজান নেছা ও শহরজান বিবি মহিলা মাদ্রাসা, ইসলামী কিন্ডার গার্টেন, আব্দুস সালাম গণ-গ্রস্থগার, পথকলি শিশু স্কুল। তিনি এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সবসময় গরীব ও মেধাবীদেরকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন।

 শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কারনে তিনি এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এলাকাবাসী জানায়, মুহাম্মদ আব্দুস সালাম মতো একজন সাদা মনের মানুষ বর্তমান যুগে খুব কম পাওয়া যায়।

 উল্লেখ্য, প্রতি বছর তিনি প্রায় ১লক্ষ ডলার বাংলাদেশে পাঠান শুধুমাত্র তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান পরিচালনার জন্য। যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।

 জানা গেছে, মুহাম্মদ আব্দুস সালামের শিক্ষা জীবন শুরু হয় কাটাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি মৃগী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.এইচ.এম.এস পাসের মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করেন। ছাত্র জীবন থেকেই তিনি মুজিব সৈনিক হিসেবে কাজ করেছেন। অংশগ্রহণ করেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে। জেনারেল ওসমানীর সার্টিফিকেটসহ স্থানীয় গ্রুপ কমান্ডারের সার্টিফিকেটও রয়েছে তার। কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সময়মত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাননি। তবে বর্তমানে জামুকাতে তার অনলাইন আবেদনসহ আপিল আবেদন জমা রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ.এস.এ-এর ফাউন্ডার জেনারেল সেক্রেটারী ও বঙ্গবন্ধু পরিষদ ইউ.এস.এ-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাধীনতা পরবর্তী মুজিব বাহিনীর নারায়ণগঞ্জ জামতলা ইউনিটের দপ্তর সম্পাদক ছিলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেছেন বলে জানান। যেমন জাতিসংঘে প্রধানমন্ত্রীর আগমনের সময় সমস্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। উল্লেখ্য, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর ঋণ স্থগিত করে তখন বিশ্বব্যাংক ও হোয়াইট হাউজের সামনে প্রতিবাদও করেছেন এই প্রবাসী।

 আরো জানা গেছে, কর্মজীবনে প্রবাসী আব্দুস সালাম ১৯৭২ সালে ইমপোর্ট ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, ডিলারশীপ ব্যবসা এবং ১৯৮১ সালে বাংলাদেশ কুটির শিল্প(বিসিক) রাজবাড়ীতে ব্যবসা করেছেন তিনি। যারই পরিপ্রেক্ষিতে রাজবাড়ী চেম্বার অব কর্মাসের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৮৩ সালে। এছাড়া ঢাকা চেম্বার অব কর্মাসের সদস্য হিসেবে ১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন ও  ১৯৯১ সালে রাজবাড়ী রোটারী ক্লাব পরিচালক ছিলেন। ১৯৯২ সাল থেকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। বর্তমানে আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছেন। তিনি ঝঅখঅগ ইউ ওঘঈ এর ম্যানেজিং ডাইরেক্টর। এছাড়া তিনি নিজ জেলা রাজবাড়ী ও আমেরিকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

 প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম জানান, শিক্ষা ক্ষেত্রে কাজ করতে আমার খুব ভালো লাগে। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি আমার এলাকার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ