ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
গোয়ালন্দে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হাঁটাপার্টি
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-৩০ ১৩:৫০:৫২

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে গোয়ালন্দের হাটা পাটি নামে সুপরিচিত সামাজিক সংগঠন সকালের গোয়ালন্দ। 

 গতকাল ৩০শে ডিসেম্বর ভোরেও নিয়মিত হাটাহাটির পাশাপাশি নৌকা প্রতীকের প্রচারণা চালিয়ে যেতে দেখা গেছে। হাঁটাহাটির পাশাপাশি নৌকা প্রতীকের প্রচারণা নির্বাচনী এলাকায় বেশ সাড়া ফেলেছে।

 দেখা গেছে, রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে নির্বাচনী লিফলেট সাধারণ ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। নানামুখী প্রতিশ্রুতিসহ প্রার্থীর জন্য দোয়া ও ভোট কামনা করছেন তারা। 

 গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও সকালের গোয়ালন্দ’র সহ-সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া বলেন, সংগঠনটির নামকরন হয়েছে ৫বছর আগে। এর আগে প্রায় ১৫বছর তারা হাঁটা পার্টি অনানুষ্ঠানিক নামে পরিচিত ছিলেন। বরাবরের মতোই ভোরে দলবদ্ধ হয়ে হাঁটাহাটি করছেন। তবে নির্বাচনের কারণে তারা নৌকা প্রতীকের হয়ে প্রচারণাটাও চালাচ্ছেন। এতে নিজেদেরও ভাল লাগছে। আবার ভোটারদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন।

 গোয়ালন্দ পৌরসভার মেয়র ও সকালের গোয়ালন্দ’র উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম মন্ডল এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজী কেরামত আলীকে আবারো নির্বাচিত করার আহবান জানান।

 
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ