ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ৭৮৩০ পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ ২জন গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-৩০ ১৩:৫৪:১০

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসষ্ট্যান্ড থেকে ৭ হাজার ৮৩০ পিচ ইয়াবাসহ আবুল কালাম(৩৭) নামের এক রোহিঙ্গা ও রফিকুল ইসলাম ওরফে রিজভী চৌধুরী(২০) নামের অপর ১জনকে  গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

 গতকাল ৩০শে ডিসেম্বর ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেন।

 জানা গেছে, গত ২৯শে ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২জনকে গ্রেফতার করা হয়। 

 গ্রেফতারকৃত আবুল কালাম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত বশির আহম্মেদের ছেলে ও রফিকুল ইসলাম ওরফে রিজভী চৌধুরী কক্সবাজার রামু উপজেলার মাহমুদুল হকের ছেলে। 

 র‌্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ