ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী যুব উন্নয়নে এলইডিপি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
  • আশিকুর রহমান
  • ২০২৩-১২-৩০ ১৪:০০:৪৭

 রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩০শে ডিসেম্বর সকালে অধিদপ্তরের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

 প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

 সার্টিফিকেট বিতরণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য চাকুরী মেলার আয়োজন করা হয়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং-এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা চাকুরি মেলায় অংশ নেয়া ৯টি প্রতিষ্ঠানে তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। 

 পরে দুপুরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক(উপসচিব) মোঃ হুমায়ুন কবীর চাকুরফ মেলায় অংশ নেয়া ৯টি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

 অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সাউথটেক আই সফট্ কমিউনিকেশনস্।

 
রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ