ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
মিজানপুরে নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামতের নির্বাচনী পথসভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১২-৩১ ১৫:৩৯:৫৬

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর জৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ৩১শে ডিসেম্বর দুপুরে রাজবাড়ী-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 পথসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী।

 এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজম আলী মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, মিজানপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ দুলাল ফকির দলু বক্তব্য রাখেন।

 পথসভার সভাপতিত্বে করেন মিজানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম বিশ্বাস ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন খান।

 পথসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী বলেন, নৌকার মাঝি আমি একা নই। আপনারা সবাই নৌকার মাঝি। আগামী ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নৌকা মার্কাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

 পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, আগামী ৭ তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তাই সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

 উল্লেখ্য, একই দিনে সকাল ১০টায় বাগমারা চৌরাস্তা মোড়ে, বেলা ১১টায় সূর্যমুখী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, দুপুরে চর জৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, বিকালে চর নারায়ণপুর স্লুইচ গেট ঈদগাঁ ময়দানে, বিকালে গঙ্গাপ্রসাদপুর কলিবরের বাজারস্থ এলাকায় ও সন্ধ্যায় গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। 

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ