ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ীর ৪টি উপজেলায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত
  • মাতৃকণ্ঠ ডেস্ক
  • ২০২৪-০১-০১ ১৪:০২:৫০

উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ মুখর পরিবেশে রাজবাড়ী জেলায় পালিত হয়েছে বই উৎসব-২০২৪। 

 এদিন বিনামূল্যে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার। 

 এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা প্রতিটি শিক্ষার্থী। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বই বুকে জড়িয়ে ধরেছে বাড়ির পথ।

 রাজবাড়ী জেলার পাংশা, গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বই উৎসব কার্যক্রম তুলে ধরা হলো-

 পাংশা প্রতিনিধি মোক্তার হোসেন জানান, পাংশা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ১লা জানুয়ারী সকালে পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মনজুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা গুলরুখ।

 অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মোঃ হাসান আলী মাস্টার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও পাংশা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ডলি পারভিন, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়া পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে এবং এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়।

 অপর দিকে পাংশার প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে বই উৎসব অনুষ্ঠিত হয়। একাডেমীর অধ্যক্ষ মোঃ মনজুর রহমান মিঞার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আকরাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন। বিশেষ মেহমান হিসেবে পাংশা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান একেএম মনোয়ারুল ইসলাম ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে হাফেজ মোঃ অছির উদ্দিন বক্তব্য রাখেন। পবিত্র কোরআন তেলোয়াত করেন একাডেমীর ছাত্র মোঃ আরাফাত। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা জানান, বই উৎসব উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে গতকাল ১লা জানুয়ারী সকালে গোয়ালন্দ উপজেলা জেএন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।

 এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুল হক ও পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।

 উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোয়ালন্দ উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি কিন্ডার গার্টেন, এনজিও পরিচালিত ১৩টি এবং বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪টি। সব মিলিয়ে ৯৬টি বিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর হাতে ১৬ হাজার সেট নতুন বই তুলে দেয়া হয়েছে।

 অপরদিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদরাসা এবং কারিগরি স্কুল ও কলেজ সহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার ৯১২ জন শিক্ষার্থীর জন্য ১৫ হাজার ৪৮২ সেট নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বাকি বই হাতে পাওয়া মাত্র তাদের হাতে তুলে দেয়া হবে।

 কালুখালী উপজেলা প্রতিনিধি ফজলুল হক জানান, নতুন বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কালুখালীর আয়োজনে গতকাল ১লা জানুয়ারি সকাল ১০টায় রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লা-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার ও বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ জানান, গতকাল ১লা জানুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয়ে বই উৎসব-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ