ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জয়ের পথে নৌকা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-০৪ ১৫:৩৮:২৩

 আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ৪ঠা জানুয়ারী প্রচার-প্রচারণার শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে পথসভা করে ব্যস্ত সময় পার করেছেন রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

 গতকাল ৪ঠা জানুয়ারী সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ মাঠ, কলিমহর ইউনিয়নের গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠ, কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ নির্বাচনী এলাকায় পথসভা করেন তিনি।

 কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারের উপস্থাপনায় আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 পথসভায় বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক এডভোকেট আফরোজা শাহানাজ পারভীন হীরা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আশরাফুল আলম, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ।

 পথসভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, সারা বছর সাংগঠনিক কাজে মাঠে আছি। নির্বাচনী প্রস্তুতির জন্য দলীয় নেতাকর্মীদের সাথে কাজ করেছি। এখন রিভাইজ দিচ্ছি। আগামী ৭ই জানুয়ারী পরীক্ষা। আশা করি পরীক্ষায় ভালো রিজাল্ট হবে ইনশাল্লাহ।

 বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, জনগণের চাহিদা মোতাবেক বিদ্যুৎ, রাস্তা-ঘাট ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি। উন্নয়নের জন্য যেখানে যা করা দরকার তা করা হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট প্রার্থনা করে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরণে মিল-কলকারখানা স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠাসহ ব্যক্তিগত পর্যায়ে শিল্প-কারখানা গড়ার সুযোগ সৃষ্টি হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরেন তিনি।

 এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

 পথসভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীক বিজয়ের পথে রয়েছে। এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতাকেই মনোনয়ন দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ৪বারের নির্বাচিত সংসদ সদস্য। এবারে রাজবাড়ী-২ আসন থেকে বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিয়ে আগামীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে মন্ত্রী হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। 

 ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে দলীয় নেতাকর্মীরা পথসভায় যোগদান করে।

 
পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ