ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-০৫ ১৫:৩০:১২

রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে গত ৪ঠা জানুয়ারী দুপুরে কলেজের মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠানের শুরুতে নবগঠিত রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শামসুল আলম, যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল আলীম, যুগ্ম-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল ওবায়েদ মোহাম্মদ বাসেত ঠাকুর, রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম, সদস্য বিদায়ী সম্পাদক তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণি বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগ প্রভাষক কেএম আজাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, নবগঠিত কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ