ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী-১ আসনে নৌকা-ট্রাকের প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি॥রাজবাড়ী-২ এ নৌকা অপ্রতিরোধ্য
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-০৫ ১৫:৩১:৪৩

 রাত পোহালেই আগামীকাল ৭ই জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। 

 অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি। থাকছে মোবাইল কোর্ট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

 জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসন থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 রাজবাড়ী-১(সদর-গোয়ালন্দ) আসনে নৌকার প্রার্থীসহ ৬জন প্রার্থী ও রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নৌকার প্রার্থীসহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 রাজবাড়ী জেলার ২টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি নির্বাচনে মাঠে সরব রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও। 

 এদিক থেকে রাজবাড়ী-২ আসনের নৌকার প্রার্থী ঝুঁকিতে না থাকলেও রাজবাড়ী-১ আসনে নৌকার প্রার্থী চ্যালেঞ্জের মুখে রয়েছেন বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটার, নির্বাচন বিশ্লেষক ও সচেতন নাগরিকরা।

 সাধারণ ভোটাররা বলছে, রাজবাড়ী-১ আসনে চ্যালেঞ্জের মুখে রয়েছে নৌকা ও রাজবাড়ী-২ আসনে নৌকা রয়েছে অপ্রতিরোধ্য অবস্থায়।

 রাজবাড়ী-১(সদর ও গোয়ালন্দ) ঃ এ আসনে ৬জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী। এ আসন থেকে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড ইমদাদুল হক বিশ্বাস। তিনি রাজবাড়ী সদর উপজেলার ৪বারের উপজেলা চেয়ারম্যান। তিনি এবার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও এ আসনে তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীক নিয়ে ডি.এম মজিবুর রহমান, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে হাবিবুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে স্বপন সরকার ও ঢেঁকি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আব্দুল মান্নান মুসল্লী।

 এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর সাথে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এডঃ ইমদাদুল হক বিশ্বাসের।

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওহাব আলী বিশ্বাসের উত্তরসূরী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পর ১৯৮৫, ১৯৯০ ও ২০০৯ সালের পর পর তিনটি নির্বাচনে এবং সর্বশেষ ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচন করেছেন। প্রচার-প্রচারণা ও গণসংযোগে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। আলোচনায়ও তিনি শীর্ষে। ইসি’তে আপীল করে মনোনয়ন ফেরত পেয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তিনি। তার প্রতিটি গণসংযোগে ব্যাপক ভোটার, কর্মী সমর্থকদের উপস্থিত দেখা গেছে। তিনি ভোটের মাঠে ভালো সাড়া পাচ্ছেন। রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর একমাত্র প্রতিদ্বন্দ্বী হবেন তিনি।

 রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন গঠিত। দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসন। এ আসনে মোট ভোটার আছেন ৪ লাখ ৪ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ২৬০ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯১৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। রাজবাড়ী সদরের মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৫৪ জন, মহিলা ভোটার ৪৮ হাজার ৯৯৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। গোয়ালন্দ উপজেলার মোট ভোটার ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৫৬৬ জন ও মহিলা ভোটার ৪৮ হাজার ৯৯৪ জন। এই আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদরে রয়েছে ১১৫টি ও গোয়ালন্দ উপজেলায় ৪১টি কেন্দ্র রয়েছে।

 রাজবাড়ী-১ আসনের সদর ও গোয়ালন্দ উপজেলার ভোটাররা জানান, বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও রাজবাড়ী-১ আসনে জন্য তেমন কোন উন্নয়ন হয়নি। দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু, গোয়ালন্দ উপজেলার নদী ভাঙন মানুষের পুনর্বাসন, কর্মসংস্থান তৈরি, পদ্মা সেতু চালু হবার পর দৌলতদিয়া ঘাট কেন্দ্রীক বেকার হয়ে যাওয়া ব্যবসায়ীদের কর্মসংস্থান তৈরি বা জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে পারেননি বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী। তাই ৭ই জানুয়ারীর নির্বাচনে এ অঞ্চলের মানুষ কার পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে সেটা বুঝা যাচ্ছে ভোটের ফলাফলে।

 রাজবাড়ী-২ আসন ঃ জেলার পাংশা-বালিয়াকান্দি-কালুখালী এই তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে রাজবাড়ী-২ আসন গঠিত। এ আসনে মোট ৬জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি এই আসনে ৪বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। এছাড়াও এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে মোঃ আব্দুল মতিন মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হয়ে ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল মালেক মন্ডল, জাতীয় পার্টির প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ শফিউল আজম খান ও তৃনমূল বিএনপির প্রার্থী হয়ে সোনালী আঁশ প্রতীক নিয়ে এস এম ফজলুল হক নির্বাচনে অংশ নিচ্ছেন।

 রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৫বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ৪ বার সংসদ সদস্য হয়েছেন। ১৯৯৬ সালে প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের বার অর্থাৎ ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরবর্তী ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন মোঃ জিল্লুল হাকিম। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

 বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সংসদ সদস্যের পাশাপাশি রাজবাড়ী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ১৬ই অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয় বারের ন্যায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সংসদ সদস্যের পাশাপাশি তিনি জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে থেকে কাজ করে যাচ্ছেন। মূলতঃ রাজবাড়ী-২ আসনের মোঃ জিল্লুল হাকিমের সাথে প্রতিদ্বন্দ্বিতায় তেমন কেউ নেই। স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক কৃষক লীগের কেন্দ্রীয় নেতা হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ভোটের মাঠে তেমন কোন প্রভাব ফেলতে পারেননি বলে মনে করছে সাধারণ ভোটাররা। এছাড়া এই আসনে অন্য যারা প্রার্থী হয়েছেন তারাও কোন সুবিধাজনক অবস্থায় নেই। তাই এ আসনে নৌকার প্রার্থী জিল্লুল হাকিম কোন রকম ঝুঁকি ছাড়াই বিজয়ী হবেন বলে সাধারণ ভোটাররা মনে করেন।

 রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-২ আসনের মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। এর মধ্যে পূরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৪৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩জন। বালিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৭৮৫ জন, মহিলা ভোটার ৮৭ হাজার ৮৩৮ জন। কালুখালী উপজেলার মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪৮৬ জন।এর মধ্যে ৬৯ হাজার ২৭৩ জন ও মহিলা ভোটার ৬৬ হাজার ২১২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। পাংশা উপজেলার মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮ হাজার ৩৯১ জন, মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৮১৭ ও তৃতীয় লিঙ্গের ২ জন।

 রাজবাড়ী-২ আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৪ টি। এর মধ্যে বালিয়াকান্দিতে ৬৯টি,কালুখালীতে ৫০টি ও পাংশাতে ৭৫টি কেন্দ্র রয়েছে।

 উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বিঘ্নে রাখতে এবং সকল ভোটার তাদের শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ