ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীর দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-০৭ ১৫:১৫:৪৪

 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের ২জন প্রার্থী বিজয়ী হয়েছে। 

 গতকাল ৭ই জানুয়ারী রাত ৯টায় রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান তার কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বেসরকারীভাবে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে বিজয়ী ঘোষণা করেন।

 রাজবাড়ী-১ আসনে নৌকা প্রতীকে ৬ষ্ঠ বারেরমত বিজয়ী আলহাজ্ব কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস(ট্রাক) প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৪৩ হাজার ৯০২ ভোট। 

 এছাড়াও নির্বাচনে হাইকোর্টের আদেশে মনোনয়ন ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মান্নান মুসল্লী(ঢেঁকি) প্রতীকে ২ হাজার ৫৫২ ভোট পেয়ে ৩য় অবস্থানে, তৃণমূল বিএনপির প্রার্থী ডি এম মজিবুর রহমান(সোনালী আঁশ) প্রতীকে ২হাজার ৯১ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে, জাতীয় পার্টির প্রার্থী এডঃ হাবিবুর রহমান বাচ্চু(লাঙ্গল) প্রতীকে ১হাজার ৬১৮ ভোট পেয়ে ৫ম অবস্থানে এবং নির্বাচনে হাইকোর্টের আদেশে মনোনয়ন ফিরে পাওয়া আরেক স্বতন্ত্র প্রার্থী স্বপন সরকার(ঈগল) প্রতীকে মাত্র ৪৮৭ ভোট পেয়ে ৬ষ্ঠ অবস্থানে স্থান পেয়েছেন ।

 রাজবাড়ী-১ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১লাখ ৫৯ হাজার ৫৮৪ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৯১৪ ও বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৬৭০ টি। রাজবাড়ী-১ আসনে ৩৯.৪৮% শতাংশ ভোট পড়েছে।

 রাজবাড়ী-২ আসনে নৌকা প্রতীকে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

 এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া(মশাল) প্রতীকে ২ হাজার ৬০২ ভোট পেয়ে ৩য় অবস্থানে, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান(লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৩৪ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল(ছড়ি) প্রতীকে ৮৪৭ ভোট পেয়ে ৫ম অবস্থানে এবং তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক(সোনালী আঁশ) প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে ৬ষ্ঠ অবস্থান দখল কেেরন।  

 রাজবাড়ী-২ আসনে মোট ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ২৩৮ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯৮ ও বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১৪০। রাজবাড়ী-২ আসনে ৫৫.১৩% ভোট পড়েছে।

 উল্লেখ্য, রাজবড়ী জেলায় মোট ভোটার ৯ লাখ ৩২ হাজার ৫০০। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ১৮১ জন। পুরুষ ভোটার ২লাখ ৪হাজার ২৬০ জন ও মহিলা ভোটার ১লাখ ৯৯হাজার ৯১৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬জন। রাজবাড়ী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৬টি।

 রাজবাড়ী-২ আসনের মোট ভোটার ৫লাখ ২৮হাজার ৩১৯ জন। পুরুষ ভোটার রয়েছে ২লাখ ৬৯হাজার ৪৪৯, মহিলা ভোটার ২লাখ ৫৮হাজার ৮৬৭জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। রাজবাড়ী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৪টি।

 রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান কর্তৃক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেল নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মেজর রকিবুল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, কাজী কেরামত আলীর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ মিয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ