ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় সর্বস্তরের মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত ৫ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জিল্লুল হাকিম
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-০৮ ১৩:৫৮:১৩

 পাংশায় দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজবাড়ী-২ আসনের ৫ম বারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

 গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল ভোটে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা পাংশা শহরস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 এরই ধারাবাহিকতায় গতকাল ৮ই জানুয়ারী সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুভেচ্ছা জানাতে আগত অসংখ্য নারী-পুরুষ মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয়। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার শতশত নেতাকর্মী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বার, কলেজ ও স্কুল-মাদরাসার শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংকারসহ বিভিন্ন পেশাজীবী মানুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পান ৪৬ হাজার ৪৬৬ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৮৫ হাজার ৪১৮। 

 এ আসনে জাসদ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া মশাল প্রতীকে ২ হাজার ৬০২ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৩৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে ৮৪৭ ভোট ও তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এস.এম ফজলুল হক সোনালী আঁশ প্রতীকে ৭৬৫ ভোট পান। 

 গত ৭ই জানুয়ারী রাত ৯টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

 উল্লেখ্য, এর আগে রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ১৯৯৬ সালে, ২০০৮ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

 স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ই মার্চ ১ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে খন্দকার নুরুল ইসলাম এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে আব্দুল মতিন মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নাজির হোসেন চৌধুরী (নিলু চৌধুরী সংসদ সদস্য নির্বাচত হন। ১৯৮৮ সালে ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী মসলেম উদ্দিন মমিন সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম আসজাদ সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খোন্দকার ছদরুল আমিন হাবিব সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জিল্লুল হাকিম এ আসনটি পুনরুদ্ধার করেন। ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবু সংসদ সদস্য নির্বাচত হন।

 পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ২০০৮ সালে এ আসনটি পুনরূদ্ধার করে পরপর ২০১৪, ২০১৮ ও এ বছর গত ৭ই জানুয়ারী-২০২৪ সালে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছেন। এলাকায় শতভাগ বিদ্যুতায়ন এছাড়া ব্রিজ-কালর্ভাট ও রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তিকরণ, সরকারীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ নির্বাচনী এলাকার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক অবদান রাখায় এলাকার মানুষ তাকে উন্নয়নের রূপকার হিসেবে মূল্যায়ন করেন। 

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ