বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই জানুয়ারী দুপুরে পুরাতন কোর্ট চত্বরে মোবাইল কোর্ট পরিচালনায় জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১২ই জানুয়ারী রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোদ্দ মেগচামী বাজারে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়। এ সয়ম কীটনাশক দোকানের মালিক কামরুল হাসান খানকে ৪০ হাজার টাকা ও নকল কীটনাশক সরবরাহকারী নিউটন কুমার সরকারকে ৫৮ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।