ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় হোটেল ও বেকারী ব্যবসায়ীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-১৫ ১৩:৫৯:২৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে পাংশা উপজেলায় গতকাল ১৫ই জানুয়ারী পারনারায়নপুরের মুসলিম বেকারী ও রাজ্জাক হোটেল ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য জানান।

 জানা গেছে, পাংশা উপজেলার পারনারায়নপুর এলাকার মুসলিম বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১৫হাজার টাকা ও সর্দার বাসস্ট্যান্ডের রাজ্জাক হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১হাজার টাকা সহ মোট ১৬হাজার টাকা জরিমানা করা হয়। 

 অভিযান কালে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ