জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে পাংশা উপজেলায় গতকাল ১৫ই জানুয়ারী পারনারায়নপুরের মুসলিম বেকারী ও রাজ্জাক হোটেল ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য জানান।
জানা গেছে, পাংশা উপজেলার পারনারায়নপুর এলাকার মুসলিম বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১৫হাজার টাকা ও সর্দার বাসস্ট্যান্ডের রাজ্জাক হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১হাজার টাকা সহ মোট ১৬হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।