ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০১-১৬ ১৬:১৭:৩৬

মাঘ মাসের তীব্র শীতের প্রকোপে থেকে একটু প্রশান্তি দিতে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর গ্রামে গতকাল ১৬ই জানুয়ারী বিকালে শীতার্ত হতদরিদ্র ও অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
 পাবনার হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের উদ্যোগে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুরের চঞ্চল কুমার দে’র বাড়ীর উঠান থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 শীতবস্ত্র বিতরণকালে রাজবাড়ী জেলা কমিটির সহ-সভাপতি গুরুপদ বিশ্বাস ও সৎসংঘের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার দে সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা চঞ্চল কুমার দে বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ