জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিয়ানে গতকাল ১৬ই জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার মা আমিরুন বেকারীকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য জানান।
জানা গেছে, মা আমিরুন বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।