ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া ঘাট প্রান্তে ভাইয়ের খোঁজে বোন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-১৭ ১৬:৫৯:৩২

 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়ার ৫নং ফেরী ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে ফেরী ডুবির ঘটনা ঘটেছে।
 এ ঘটনায় মিজান মিয়া নামের একজন ট্রাক চালক নিখোঁজ রয়েছেন বলে তার বোন রোকেয়া বেগম দাবি করেছেন।
 গতকাল ১৭ই জানুয়ারী সকাল থেকেই দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় এসে তিনি তার ভাইয়ের খোঁজ করছেন।
 নিখোঁজ মিজান মিয়া গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়ার মোঃ আব্দুস ছাত্তার মিয়ার ছেলে।
 নিখোঁজ মিজানের বোন রোকেয়া বেগম জানান, তার ভাই মিজান ট্রাক চালক। রাতে মাল নিয়ে সে গোয়ালন্দ থেকে রওনা হয়। ফেরী ডুবে যাওয়ার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। একারণে দৌলতদিয়া ফেরিঘাটে এসেছেন ভাইকে খুঁজতে।
 এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রোকেয়া বেগম নামের একজন তার ভাইয়ের সন্ধান পাচ্ছে না বলে আমাদের জানিয়েছেন।  রোকেয়া বেগমের দাবি তার ভাই মিজান রজনীগন্ধা ফেরীতে ছিলো। আমরা তার ভাইয়ের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।
 জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরী রজনীগন্ধা ৭টি ছোট ও ২টি বড় ট্রাক লরি বুকিং দিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে মাঝ নদীতে নোঙ্গর করে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় আসার পর সকাল সাড়ে ৮টার সময় নদীতে মালবাহী ব্লাল্কহেডের ধাক্কায় ৭টি ছোট পিকআপ ভ্যান ও ২টি বড় ট্রাক লড়ি নিয়ে মাঝ নদীতে ফেরীটি ডুবে যায়।
 ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫নম্বর ফেরী ঘাটে বিআইডব্লিউটিসি’র ফেরী রজনীগন্ধা ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। পরে ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থালে আসে। এখন পর্যন্ত ২০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী নৌযান হামজা ২টি ট্রাক উদ্ধার করেছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ