গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সদ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সাংগঠনিক জেলা রাজবাড়ী ও নির্বাচনী এলাকার নিজ বাড়ী পাংশাতে আসছেন আজ ১৮ই জানুয়ারী।
এ লক্ষ্যে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ খুশি হয়েছে। ইতোমধ্যে পাংশা রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিকে রেলমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পাংশায় আগমন উপলক্ষে বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশের আয়োজন করেছে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশ সফল করতে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ১৭ই জানুয়ারী সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এবংপাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডলের উপস্থাপনায় প্রস্তুতি সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার অতুর, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সোরাপ মন্ডল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মোল্লা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খোন্দকার মাহাবুব হোসেন রিপনসহ উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নিজ জেলা ও নির্বাচনী এলাকা ২১০ রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) পরিদর্শনের নিমিত্ত ১৮-২০শে জানুয়ারী রাজবাড়ী জেলা সফর করবেন।