আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ই জানুয়ারী বিকালে ১০০ জন গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়্যান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক আবু জাফর ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কুদরত আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।