দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ৫নম্বর ঘাটের অদূরে গতকাল ১৭ই জানুয়ারী সকাল ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় ৯টি যানবাহনাহ রজনীগন্ধা নামের ছোট ফেরী ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ফেরীর সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির(৪৫) নামের একজন নিখোঁজ এবং ২০জনকে জীবিত উদ্ধার করা রয়েছে।
নিখোঁজ হুমায়ুন কবীরের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর এলাকায়। হুমায়ুন কবীর বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ (পাটুরিয়া-দৌলতদিয়া) শাখার সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক ফেরীর কর্মচারী ও ফেরী সেক্টরের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত ফেরীতে থাকা সবাইকে আত্মরক্ষার জন্য সজাগ করলেও তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। ফেরীটি যখন ডুবছিল হয়তো কোনো কিছুর চাপায় নিচে ফেরীর মধ্যে আটকে আছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, নদীতে নোঙর করা অবস্থায় গতকাল ১৭ই জানুয়ারী সকাল ৮টার দিকে ফেরীটি ডুবে যায়। ৯টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরীটি। এই রুটে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে সব ফেরী চলাচল বন্ধ ছিল। ফেরী ডুবির সঙ্গে সঙ্গে সেখানে থাকা স্টাফসহ চালকরা সাঁতার কেটে তীরে উঠেন। তবে ফেরীটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির নিখোঁজ রয়েছে। ফেরীটি তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম কাজ করছে।
ফেরীতে থাকা ট্রাকের চালক নাজমুলের দাবি, ফেরীটির তলা ফেটে ডুবে যায়। নাজমুলেরটি সহ আরও ৯টি ট্রাক নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে গত মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ছেড়ে এলে ঘন কুয়াশার কারণে ফেরীটি পদ্মায় রাত ৩টার দিকে নোঙর করে বাধ্য হয়। গতকাল বুধবার সকাল ৮টার দিকে তলদেশ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে তলিয়ে যায়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেরী উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে কাজ করছে। এছাড়াও নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকারী জাহাজ হামজা এ পর্যন্ত ২টি ট্রাক উদ্ধার করেছে।