রাজবাড়ী সফররত নবনিযুক্ত রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি গতকাল ২০শে জানুয়ারী সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারী দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেন।
এর আগে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জেলা প্রশাসক কার্যালয়ে আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।
এরপর রেলপথ মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক আবু কায়সার খান রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পরিচয় সকলের কাছে তুলে ধরেন।
পরে জেলার সকল সরকারী দপ্তরের প্রধানদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে সকল সরকারী দপ্তরের প্রধানদের সমস্যার কথা শোনেন রেলমন্ত্রী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, রাজবাড়ী পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পাংশার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হুমায়রা সুলতানা, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ওজোপাডিকের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আলিফ নূর, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন কুমার বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শ্যাম প্রসাদ চাকমা ও জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সকল সকল সরকারী দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আমি রাজবাড়ী জেলার প্রথম পূর্ণ মন্ত্রী। আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রথমেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানায় আমার নির্বাচিত এলাকার জনগনকে যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমি যথাযথ পালন করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে রাজবাড়ী জেলাবাসীকে সম্মানিত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর আমি রাজবাড়ী জেলায় এসে সরকারী দপ্তরের প্রধানদের সাথে প্রথম মতবিনিময় সভা করছি। আমরা রাজবাড়ী জেলাকে উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী জেলা হিসেবে তৈরি করতে পারি সেই ব্যাপারে আমি আপনাদের সকল দপ্তরের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আমরা সকলে মিলে এই জেলাকে উন্নত ও সমৃদ্ধশালী জেলা হিসেবে রূপান্তর করবো। রাজবাড়ী জেলার উন্নয়নের জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রাজবাড়ী জেলার গর্ব। আমরা গর্বিত যে রাজবাড়ী জেলা থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। আমরা এমন একজন মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি যিনি রণাঙ্গনের যোদ্ধা। যিনি দীর্ঘ নয় মাস জীবনবাজি রেখে দেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছেন। এই রণাঙ্গনের যোদ্ধা রাজবাড়ী জেলার যুদ্ধকালীন কামান্ডার ছিলেন। আমরা এই রণাঙ্গনের যোদ্ধাকে রাজবাড়ী জেলা থেকে মন্ত্রী হিসেবে পেয়েছি। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ব্রিটিশ-ইন্ডিয়া, পশ্চিম পাকিস্তান, স্বাধীন বাংলাদেশে গোয়ালন্দ থেকে রাজবাড়ী আমরা কখনো পূর্ণাঙ্গ মন্ত্রী পাইনি। স্বাধীনতার পর আমরা এই প্রথম রাজবাড়ী জেলা থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। এইজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা আশাবাদী তার হাত ধরেই রাজবাড়ী জেলার রেলের যে ঐতিহ্য সেটা ফিরে পাবে। বন্ধ হয়ে যাওয়া লোকশেড চালু হবে। রেলের বিভাগীয় শহর হবে। আমাদের বিশ্বাস জেলার উন্নয়নের জন্য রেলমন্ত্রী আমাদের সকল ধরনের সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় জেলার প্রায় সব সরকারী দপ্তর সমূহের প্রধানগণ তাদের দাপ্তরিক সমস্যা কথা তুলে ধরেন এবং রেলপথ মন্ত্রীর সহযোগিতা কমান করেন।