ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-২১ ১৩:৪৫:০৬

 

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে গতকাল ২১শে জানুয়ারী সকালে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 বেলুন উড়িয়ে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী । 

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান। 

 আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলামসহ মাধ্যমিক প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ