ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা উপজেলায় শীতকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-২১ ১৩:৪৬:৩৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শীতকালীন ক্রীড়া কমিটির উদ্যোগে গতকাল ২১শে জানুয়ারী বিকালে আনন্দঘন পরিবেশে পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

 অতিথিবৃন্দ পাংশা থেকে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান লাভ করবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন।

 অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনসহ উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 গত ১৭ই জানুয়ারী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৪৯টি ইভেন্টে অংশ নেয়। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা রাজবাড়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 গতকাল রবিবার সকালে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একইসাথে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে ক্রীড়া পতাকা উত্তোলন করেন। দিনব্যাপী অন্যান্য ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ