ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২১ ১৩:৪৭:৩২

 রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল ২১শে জানুয়ারী সকালে শহরের পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে।

 সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। 

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পুলিশ হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মমিনুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের অনান্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 সভায় পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার, সর্বোচ্চ মামলা নিস্পত্তিকারী অফিসার, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ গ্রেফতার তামিলকারী অফিসার (এসআই), শ্রেষ্ঠ গ্রেফতার তামিলকারী অফিসার (এএসআই) সকল অফিসারদের পুরস্কৃত করেন।

 এছাড়া পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং সমস্যা সমাধানসহ দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন। সেই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাস যোগ্য করার লক্ষ্যে পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।

 এরপরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২১শে জানুয়ারী দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম প্রধান, পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন ট্রাফিক পুলিশ পরিদর্শক সহ জেলা পুলিশের অনান্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক উদ্ধার, সামাজিক অপরাধ নিবারন, প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় ডিসেম্বর ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা করা হয়।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ