ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
অবৈধ মজুদ প্রতিরোধে গোয়ালন্দ পৌর বাজার মনিটরিংয়ে ইউএনও
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-২৪ ১৪:১৫:০৩

গোয়ালন্দ পৌর শহরের বাজারে অবৈধ মজুদ প্রতিরোধে কাঁচাবাজার, চাউল বাজার, মুদি দোকান, ওষুধের দোকান, কাঁচামালের আড়ৎসহ বিভিন্ন বাজারগুলোতে গতকাল ২৪শে জানুয়ারী দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

 জানা গেছে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় বাজার মনিটরিং করেন। এ সময় তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশসহ আড়ৎদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

 বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোয়ালন্দ বাজারে অবৈধ মজুদ প্রতিরোধে আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের প্রায় সকল ব্যবসায়ীদের পণ্য মজুদ মনিটরিং করা হয়েছে। কোন পণ্য দীর্ঘদিন মজুদের কোন প্রমাণ পাওয়া যায়নি। তাদের চালান ও ভাউচার চেক করা হয়েছে। তবে পণ্যে পাটের ব্যবহার না করায় একজন ব্যবসায়ীকে ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

 তিনি আরো বলেন, অবৈধভাবে কোন পণ্য মজুদ না করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।   

 
রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ