সারাদেশে চলমান শৈত্য প্রবাহের মধ্যে গত কয়েকদিন ধরে বিভিন্ন সময়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৪শে জানুয়ারী সন্ধ্যায় পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ভট্টাচার্য পাড়া গ্রামে দরিদ্র আদিবাসী পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
তিনি দরিদ্র আদিবাসী পরিবারের লোকজনের আর্থসামাজিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। দরিদ্র আদিবাসী পরিবারের লোকজন শীতবস্ত্র পেয়ে খুশি হয়।
এরআগে পাংশা উপজেলা মহিলা ক্লাবের ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেশ কিছু সংখ্যক দরিদ্র শীতার্তদের মাঝে এবং স্থানীয় প্রায় ৩০টি এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন।