রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৪শে জানুয়ারী রাতে মৈশালা কামার পাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযানে ৩০পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ বিক্রেতা জিপ্পু বিশ্বাস (২৬)কে গ্রেফতার করেছে।
জিপ্পু বিশ্বাস পাংশা পৌরসভার মৈশালা কামার পাড়া গ্রামের মৃত রিয়াজুল ইসলামের পুত্র। সে দীর্ঘদিন ধরে নিজে মাদক সেবন করাসহ এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক (১) সঙ্গীয় পুলিশ ফোর্সসহ আভিযানিক দল গত ২৪শে জানুয়ারী রাত ৯টা ২০ মিনিটের সময় মৈশালা কামার পাড়া গ্রামের জিপ্পু বিশ্বাসের বাড়ীর রান্না ঘরের মধ্যে মাদক সেবন অবস্থায় হাতে নাতে জিপ্পু বিশ্বাসকে গ্রেফতার করে।
পুলিশ জিপ্পু বিশ্বাসের নিকট থেকে ৩০পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, কিছু পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুড়া, মাদক সেবন কাজে ব্যবহৃত বিভিন্ন রঙের ৭টি গ্যাস লাইটার, ১টি ট্রাইলসের টুকরো ও ফয়েল পেপার উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) বাদী হয়ে জিপ্পু বিশ্বাসের বিরুদ্ধে গত ২৪শে জানুয়ারী মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী জিপ্পু বিশ্বাসকে গতকাল ২৫শে জানুয়ারী রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, জিপ্পু বিশ্বাসসহ তার পরিবারের ৩ভাই মাদকাসক্ত। মাদকাসক্তের কারণে ১ভাইয়ের মৃত্যু হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।