রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা-২০২৪ গতকাল ২৭শে জানুয়ারী বিকেলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, সহ-সভাপতি পরিমল কুমার সাহা, মোঃ মাহবুবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রইচ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল বিন খালেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মোল্লা ও দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার দাস প্রদীপ, কার্যনির্বাহী সদস্য কুমার ঘোষ, রনজিৎ সরকার টিটু, সুকুমার ভৌমিক, মোঃ শাহিন মিয়া, বিকাশ রঞ্জন সরকার কংকন, বিপ্লব কুমার দত্ত, আব্দুস সাত্তার বিশ্বাস, শেখ সালামসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।