রাজবাড়ী লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ২৭শে জানুয়ারী বিকেলে অফিসার্স ক্লাবে ২০০ জন অসহায়, দুস্থ নারী শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের রাজবাড়ী লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জিনাত আফরীন শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়সহ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার অনান্য সদস্যগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।