ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশার মৌরাট ও বিলজোনায় চলছে মহানাম যজ্ঞানুষ্ঠান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-২৮ ১৩:৪৮:৪৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে মৌরাট কালীবাড়ী(পোস্ট অফিস) প্রাঙ্গনে ১৮তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন এবং পাট্টা ইউপির বিলজোনায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমে শ্রী শ্রী সীতানাথ ব্রহ্মচারী মহারাজের জন্মতিথি উপলক্ষে ৩৯তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। গত ২৫শে জানুয়ারী থেকে মৌরাট ও বিলজোনায় মহানাম যজ্ঞানুষ্ঠানের কর্মসূচি শুরু হয়েছে।

 গতকাল ২৮শে জানুয়ারী সন্ধ্যায় কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, সরিষা ইউপির একাদশপল্লী মহানামযজ্ঞ কমিটির সভাপতি শ্যামল শিকদার, পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের প্রভাষক বিমল কর্মকার, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা উদয় চক্রবর্তী, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়র তপন কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিক, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিখিল দত্ত ও চন্ডীচরণ ঘোষসহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন।

 মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক অপূর্ব কুমার বিশ্বাসসহ নামযজ্ঞ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পরিদর্শনে আগত নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানায়।

 সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ উভয় নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। নামযজ্ঞ অনুষ্ঠান ঘিরে সেখানে গ্রামীণ মেলা বসেছে। মৌরাট কালীবাড়ী প্রাঙ্গনে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ৩১শে জানুয়ারী এবং বিলজোনায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমে মহানাম যজ্ঞানুষ্ঠান আজ ২৯শে জানুয়ারী শেষ হবে।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ