রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়শনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ ব্যক্তিগত উদ্যোগে গতকাল ২৮শে জানুয়ারী সকাল ১০টায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাগমারা এলাকার কেএমবি বিক্স ইটভাটার ২শতাধিক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় সাবেক সিবিএ’র নেতা মোঃ আবুল কাশেম শেখ ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
একই দিনে দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামে অতি দরিদ শীতার্ত ১০০ জন, বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের ১৫০ জন, বসন্তপুর ইউনিয়নের কোলাহাট, উদয়পুর, বেজকোলা গ্রামে ১৫০ জন, রাজবাড়ী পৌরসভার হরিজন সম্প্রদায়ের ১০০ জন ও বিনোদপুর নদী ভাঙন মানুষের মাঝে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।