ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বরাট ইউপিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি কাজী কেরামত আলীর শীতবস্ত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৮ ১৩:৫১:৩২

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৮শে জানুয়ারী বিকালে সদর উপজেলার উড়াকান্দা মাঠে বরাট ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪শত অতিদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

 বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরশাদ আলী সরদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাব, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফরিদ আলী মোল্লা, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ। যে কয়েক দিন এমপি রয়েছি আপনাদের সেবা করে পাশে থাকতে চাই। এলাকার সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এই বরাট ইউনিয়নে সালাম ও সবুজের মতো কেউ যেন হত্যার শিকার না হয়। এই মানুষ মারার রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ