ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে মটর চালক লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০১-২৮ ১৪:০২:১০

রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে গতকাল ২৮শে জানুয়ারী বিকালে আওয়ামী মটর চালক লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী মটর চালক লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, জেলা মটর চালক লীগের সহ-সভাপতি কাদের রেজা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন বেপারী ও সাংগঠনিক মোঃ শাহিন শেখ বক্তব্য রাখেন।  

 রাজবাড়ী জেলা মটর চালক লীগের সহ-সভাপতি এস এম রিয়াজুল করিম আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন।   

 আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের মটরযান চালকদের জীবনমান উন্নয়নে শক্তিশালী কোন সংগঠন না থাকায় ২০০৪ সালের ২৮শে জানুয়ারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ২০ বছরের ইতিহাসে দেশের প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নেতৃত্ব দিয়েছে। ২০তম প্রতিষ্ঠার এ গৌরবময় দিনটি উদযাপনে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ