ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো পুনাক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৮ ১৪:০২:৪৬

পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) রাজবাড়ীর উদ্যোগে গত ২৭শে জানুয়ারী বিকেলে পুলিশ লাইন্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।

 পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আকতার শিরীন ছাত্র ছাত্রীদের হাতে কম্বল তুলে দেন।

 এ সময় পুনাক সভানেত্রী হালিমা আকতার শিরীন বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিক ভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। চলমান শৈত্য প্রবাহে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত ছাত্র-ছাত্রীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে রাজবাড়ী পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)।

 তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

 এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) রাজবাড়ীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ