ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
কালুখালীতে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন
  • মোখলেছুর রহমান
  • ২০২৪-০১-২৯ ১৪:৫১:০৭

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে গতকাল ২৯শে জানুয়ারী সকাল ১০টায় দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রোগ্রামার মিলন হোসেন, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানসমূহ বিজ্ঞান বিষয়ক স্টল অংশগ্রহণ করে। 

 আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য কর্মকর্তা বৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 
বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ