গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৪শত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে কম্বল বিতরণকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছু মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক শামিম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।