ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
দৌলতদিয়া পূর্বপাড়ার ৫শত নারীর মাঝে কম্বল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-০১ ১৪:২৩:৩২

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে দৌলতদিয়া পূর্বপাড়া(যৌনপল্লী) সুবিধাবঞ্চিত ৫শত নারীর মাঝে সরকারী বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন। 

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন উপস্থিত ছিলেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আপনারা যারা পূর্বপাড়া থাকেন তারাও আমাদের মতো বাংলাদেশের একজন নাগরিক। সরকার যেভাবে সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছে আপনারাও সেই সকল সুযোগ সুবিধা পাবেন। আমরা মাঝে মাঝে এখানে আসি, আপনারা সবসময় ভাববেন আমরা আপনাদের সাথে আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার আপনাদের সাথে সবসময় আছে। আপনাদের যেকোন পরামর্শ আমাদের সাথে যোগাযোগ রাখবেন।

 
 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ