আগামী ৮ই মার্চ পাংশায় সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জাতীয় পার্টির নেতা শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বিশিষ্ট কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, বিজ্ঞানমনোস্ক কবি বীর মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মাদ সবুর উদ্দিন, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক আবুল হাশেম, সাংবাদিক মোক্তার হোসেন, কবি এবাদত আলী সেখ, মোল্লা মাজেদ, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, সরদার আবু জালাল ও সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে স্বরচিত কবিতা, গল্প ও সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্য কর্মের উপর প্রবন্ধ জমা দেওয়ার জন্য লেখক কবি-সাহিত্যিকদের প্রতি আহবান জানানো হয়।
সভায় উপস্থিত লেখকগণ স্বরচিত কবিতা পাঠ করেন। এরআগে ইলিশ খিচুরী উৎসবে যোগ দেন উপস্থিত কবি সাহিত্যিকগণ।