ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা
  • হেলাল মাহমুদ
  • ২০২৪-০২-০২ ১৪:০৮:৪৯

গোয়ালন্দে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ মঠ মন্দির শ্রী অঙ্গন বিজয় বাবুর পাড়ায় গোয়ালন্দ উপজেলা ও পৌরসভা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রাজবাড়ী শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক স্বপন কুমার দাস। 

 বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সুশীল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহবাবায়ক নির্মল কুমার চক্রবর্তী।

 এ সময় সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের  সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন জাতীয় কমিটির সদস্য সুশীল দত্ত তাপস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়ালন্দ শাখার সহ-সভাপতি শুকুমার মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভীন, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু ও গোয়ালন্দ মঠ মন্দির সেবা সংঘের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ শাখার সাধারণ সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ