ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে বাজারে ভোক্তার তদারকি অভিযানে ২জন দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-০৫ ১৩:৪৬:০১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযানে গতকাল ৫ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের বড় বাজারে দুই দোকানীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে উক্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 

 জানা গেছে, রাজবাড়ী শহরের বড় বাজারের আলাউদ্দিন স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫হাজার টাকা ও হাদী স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়। 

 এছাড়াও সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রি করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে সতর্ক করা হয়।

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ