ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৪-০২-০৫ ১৩:৪৮:২৭

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৪ঠা ফেব্রুয়ারী রাতে উপজেলার দত্ত মাজাইল গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা শাহিন খাঁন (৩২)কে গ্রেফতার করেছে। 

 ধৃত শাহিন খাঁন দত্ত মাজাইল গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। সে একজন মাদক বিক্রেতা।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সসহ রবিবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটের সময় দত্ত মাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রেতা শাহিন খাঁনকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে শাহিন খাঁনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহিন খাঁনকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শাহিন খাঁন একজন মাদক বিক্রেতা। মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ