ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৪-০২-০৫ ১৩:৪৮:৫১

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সিভিল সার্জন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধক্ষ্য প্রফেসর ফকরুজ্জামান মুকুট, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল ভাষা শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সারা বিশে^ আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি। যার স্বীকৃতি স্বরূপ আজ সারা বিশে^ ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। যা আমাদের বাঙালীদের জন্য অত্যন্ত গৌরবের। আর সেই জন্য সরকারী নির্দেশনা মোতাবেক রাজবাড়ীতে আগামী ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন যথাযথ মর্যদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে শহীদ দিবসের শুরুতে রাত ১২টা ১মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানস্থ কেন্দ্রী শহীদ মিনারে পুস্পমল্য অর্পন, সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানে শোক দিবসে জাতিয় পতাকা অর্ধনিমিত অবস্থায় উত্তোলন, সকাল ১০টায় ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, বিকাল পৌনে ৩টায় স্বেচ্ছায় রক্তদান, বিকাল ৩টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিবসটির কার্যক্রম সমাপ্ত হবে। 

 এছাড়াও সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় উপশনালয়ে তাদের সুবিধাজনক সময়ে ভাষা আন্দোলনে সকল শহীদের জন্য বিশেষ প্রার্থনাসহ বইমেলা উপ-কমিটি সকলের সাথে আলোচনা করে ২১শের বইমেলার স্থান, সময়, শুরুর তারিখ ও কতদিন হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।  

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ