রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু কায়সার খান।
অনুষ্ঠানে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন ।
আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা যখন শিক্ষার্থী ছিলাম স্কুলে পড়তাম তখন একটা দিনের জন্য অপেক্ষা করতাম, সেই দিনটা হলো আজকের দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই দিনটা ছিল বছরের সবচেয়ে আনন্দময় দিন। আমাদের হচ্ছে একটা শারীরিক স্বাস্থ্য আরেকটা মানসিক স্বাস্থ্য। এটা সব সময় আমাদের ঠিক রাখতে হয়। শারীরিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা ও শরীরচর্চা এবং মানসিক স্বাস্থ্যের জন্য সাংস্কৃতিক চর্চা অতি প্রয়োজন। আমাদের আনন্দের সাথে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা করতে হবে। পিতা-মাতা, গুরুজন, শিক্ষকদের কথা সবার শুনতে হবে। আমরা এক সাথে শিক্ষা অর্জন করবো, একসাথে খেলাধুলা করবো, একসাথে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই হবে আমাদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাই আমাদেরকে তরুণ প্রজন্মকে ভালো করে লেখা পড়া করতে হবে। সাংস্কৃতিক চর্চা করতে হবে।