রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির ঐতিহ্যবাহী আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমীতে গতকাল ৬ই ফেব্রুয়ারী আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমীর অবকাঠামো উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ক্রীড়া সামগ্রীর জন্য এক লাখ টাকা অনুদান বরাদ্দের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।