মোবাইল কোর্টের অভিযানে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গড়াই নদীর নাদুরিয়া ঘাট ও শান্তিখোলায় অবৈধ দু’টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
গতকাল ৭ই ফেব্রুয়ারী পাংশার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের মালিককে না পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ পাইপ বাজেয়াপ্ত করে ভেঙ্গে ধ্বংস করে।
জানা যায়, কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের হাফিজুর রহমান গড়াই নদীর নাদুরিয়া ঘাটে এবং শান্তিকোলা গ্রামের সগীর গড়াই নদীর শান্তিখোলায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলন করে ব্যবসা করছিলেন। প্রায় দুই বছর আগে অবৈধভাবে বালু উত্তোলন করায় সগীরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১লাখ টাকা জরিমানা করা হয়। সাম্প্রতিক সময়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময়ে তাদেরকে সতর্ক করা হয়।
গতকাল বুধবার দুপুর ১টায় প্রথমে নাদুরিয়া ঘাটে এবং পরবর্তীতে শান্তিকোলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উভয় মেশিনের মালিক পলাতক থাকে। ড্রেজার মেশিনের মালিককে না পেয়ে মোবাইল কোর্ট অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ পাইপ বাজেয়াপ্ত করে ভেঙ্গে ধ্বংস করেন।
এ সময় পাংশা থানার এসআই কামাল হোসেন, উপজেলা ভূমি অফিসের পেশকার মোখলেসুর রহমান, কসবামাজইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রতন কুমার প্রামানিক ও সরিষা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রেজোয়ান মিয়া মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
উল্লেখ্য, এ ব্যাপারে গত ৬ই ফেব্রুয়ারী দৈনিক মাতৃকণ্ঠে “পাংশার নাদুরিয়া ঘাট এলাকায় গড়াই নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন!” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।